Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

বরগুনা জেলা হিসাব রক্ষণ  অফিসকে অর্থ  মন্ত্রনালয়ের  অর্থ বিভাগের  IBAS ++ সফট ওয়ার এর আওতায় আনা হয়েছে । বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংক এর সাথে সরাসরি অন লাইনে সংযোগ স্থাপন করে  অনলাইনে  ব্যাংক এডভাইস প্রেরন,চেক অবমুক্তি ও চেক সংগতি সাধন এর কাজ সহজতর করা হয়েছে । বিল পাশের অপেক্ষমান গড় সময় কমিয়ে আনা হয়েছে । Electronic Fund Transfer ( EFT) পদ্ধতির মাধ্যমে প্রধান হিসাব রক্ষণ অফিস পর্যায়ে সরকারী কর্মকর্তাদের বেতন ভাতাসরাসরি ব্যাংক হিসাবে পরিশোধ করা হয়েছে ।ইতো মধ্যে সারা দেশে সরকারী কর্মচারী এরং পেনশনারদের কে On Line Pay Fixation এবং Pension Fixation সফল ভাবে সম্পন্ন করা হয়েছে । অন লাইনে এলপিসি পেরন করা হচ্ছে