Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 হিসাব মহা নিয়ন্ত্রক এ অধীনে জেলা হিসাব রক্ষণ অফিস সমূহ পরিচালিত হয়। জেলা হিসাব রক্ষণ অফিসের আওতাধীন জেলার সকল সরকারি, বেসরকারি ও শায়ত্ব  শাসিত (বরাদ্দ সাপেক্ষে) প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকার বিল পাশ, প্রজাতন্ত্রের হিসাব ও সরকারি হিসাব সহ আয়-ব্যয়ের হিসাব মাসিক ভিত্তিতে প্রস্ত্তত পূর্বক যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়।

নিরীক্ষাধীন অফিস সমূহের কর্মকর্তা/কর্মচারীদের  বেতন ভাতার বিল পাশ, বেতন নির্ধারণ ও ছুটির হিসাব সংরক্ষণ্

চেক ড্রইং ক্ষমতা সম্পন্ন দপ্তর সমূহের কর্মকর্তাদের বেতন/ভাতা পরিশোধ।

নিরীক্ষাধীন অফিস সমূহের সরবরাহ ও সেবা, মেরামত ও সংরক্ষণ এবং অন্যান্য খাতের বিল পাশ।

কর্মকর্তা ও কর্মচারীদের জিপিএফ অগ্রীম/চুড়ামত্ম পরিশোধ, বিভিন্ন  ঋণ ও অগ্রিম, পেনশন ও আনুতোষিক পরিশোধ।

সংশিস্নষ্ট সিএও অফিসের অথরিটির ভিত্তিতে অনুদান ও প্রকল্পের অর্থের দাবী পরিশোধ।

মন্ত্রণালয় ভিত্তিক প্রাপ্তি এবং অনুন্নয়ন এবং উন্নয়ন বাজেটের বিপরীতে ব্যয়ের হিসাব সংরক্ষণ এবং তার ভিত্তিতে মাসিক হিসাব প্রণয়ন।

জেলা পর্যায়ের বিভিন্ন অফিসের হিসাবের সাথে ডিএও অফিসের হিসাবের সংগতি সাধন।

সোনালী ব্যাংকের সাথে প্রাপ্তি ও পরিশোধের ব্যাংক রিকনসিলিয়েশন ।

সরকারী কোষাগারে জমাকৃত অর্থের চালান ভেরিফিকেশন।

সিভিল অডিট কর্তৃক উৎত্থাপিত অডিট আপত্তি ও নিস্পত্তি ব্যবস্থা গ্রহন।

নিরীক্ষাধীন অফিস সমূহের কর্মকর্তা/কর্মচারীদের

নিরীক্ষাধীন অফিস সমূহের কর্মকর্তা/কর্মচারীদের

নিরীক্ষাধীন অফিস সমূহের কর্মকর্তা/কর্মচারীদের

নিরীক্ষাধীন অফিস সমূহের কর্মকর্তা/কর্মচারীদের